২,২৩৭ পদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ দুটি নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন ফি: ২২৩/- ও ১১২/- টাকা
পদ সংখ্যা:-২,২৩৭জন
আবেদন শুরু: ৪ জানুয়ারি ২০২৩ইং সকাল ৯.০০ টা
ওয়েব সাইট- www.lged.gov.bd
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৩ইং বিকাল ৫.০০ টা
আবেদনের লিংক:- http://lged.teletalk.com.bd
১। এলজিডির এর রাজস্ব খাতে শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি (১১১১১,২৬-১২-২০২২)
২। এলজিডির এর রাজস্ব খাতে শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি (১১০৭৭,২৬-১২-২০২২)
Picture Size:
Width: 300 pixel
Height: 300 Pixel
Signature Size:
Width: 300 pixel
Height: 80 Pixel
নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online এ আবেদনপত্র Application Form যথাযথভাবে পুরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভূলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's Copy কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিচের পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ক্রমিক ০১ থেকে নং- ০৫ জন্য ২২৩/- টাকা এবং ০৬ থেকে নং- 10 পদের জন্য ১১২/- টাকা Teletalk Pre-Paid Mobile নম্বররের মাধ্যমে অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন।
1st SMS: LGED <Space> User ID Send to 16222
2nd SMS: LGED <Space> YES <Space> Pin Number Send to 16222


0 Comments