Header Ads Widget

 ৯২২ পদে সমন্বিত ১০/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ


পদের নাম: “সিনিয়র অফিসার  জেনারেল)” (২০২১ সাল ভিত্তিক)

 
আবেদন শুরু: ৩১/০১/২০২৩ইং, রাত: ১১:৫৯টা


আবেদনের শেষ তারিখ: ০৫/০২/২০২৩ইং,রাত ১১:৫৯টা



আবেদনের লিংক: https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php

 পদের সংখ্যা: ৯২২টি
(সোনলী ব্যাংক লিঃ ৩৯৩টি, জনতা ব্যাংক লিঃ ৯৪টি, অগ্রণী ব্যাংক লিঃ ১৫০টি, রূপালী ব্যাংক লিঃ ২৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ ২৬টি, কর্মসংস্থান ব্যাংক লিঃ১৫টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ১৮৫টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ১৭টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ১১টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ০৬টি)

Job Id No: 10180 (আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে)


আবেদন ফি: অফেরতযোগ্য ২০০/- (দুইশত) টাকা। শুধুমাত্র ডাচবাংলা ব্যাং লি এর মোবাইল ফিন্যঅন্সিয়াল সার্ভিসেস “রকেট” এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।

আবেদনপদ্ধতি: কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে ) https://erecruitment.bb.org.bd এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online এ আবেদন করতে হবে।

ফি প্রদান: রকেট অ্যাপস বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য Biller ID হিসাবে Bankers Selection Committee Secretariat অথবা ৪৯৯ সিলেক্ট করতে হবে।পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট Job ID Number, নিজ CV ID Number এর ১ম অংশ [হাইফেন (-) এর আগের অংশ], ফি এর পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে মোবাইল মেসেজে একটি Transaction ID (Txn ID) নম্বর পাবেন। প্রাপ্ত Txn ID নম্বর


টি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই পৃথকভাবে Payment Verify সম্পন্ন করতে হবে। অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে।

Post a Comment

0 Comments