Header Ads Widget

বিশ্ব জয়ের পর আর্জেন্টিনার রাজধানীতে বাংলাদেশের পতাকা উড়াল

বিশ্ব জয়ের পর আর্জেন্টিনার রাজধানীতে বাংলাদেশের লাল-সবুজের পতাকাও উড়ানো হয়। বছেরের পর বছর বাংলাদেশের মানুষ যে আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে আসছে তার প্রতিদান দিচ্ছেন আর্জেন্টিনাইরা।

বিশ্ব


জয়ের পর সারা পৃথিবী মেতে উঠেছে মেশিবন্দনায়। দেশে দেশে যখন আনন্দের উৎসব চলেছে তখন আর্জেন্টিনর দেশে কী অবস্থা একবার ভেবে দেখুন। বাধ ভাঙা আনন্দে চারদিকে শুধুই বিজয়ের উল্লাস।

আর্জেন্টিনার দেশে ছেয়ে গেছে আকাশী সাদার মায়ায়। এরই মাঝে চোখে পড়েছে বাংলাদেশের লাল-সবুজের পতাকাও। আর্জেন্টিনারা তাদের জীবনের শ্রেষ্ঠ আনন্দের দিনেও শ্রদ্ধা জানাচ্ছে দূরের ১৭ হাজার কিলোমিটারের দেশ বাংলাদেশের সমর্থকদের।

Post a Comment

0 Comments